I Love

You

Chumky

ILoveYouChumky.INFO

Email:farhanrahman1704@gmail.com

Finding Her back even after being lost

shape
shape
project

সেদিন রাতে যখন সে চলে যায়, আমি একটু আশ্চর্য হয়ে ছিলাম যে এমন তো কখনো হয়নি, হঠাৎ করে চলে গেলো। তো সেদিন রাতে আমি প্রায় ১-২টা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই চেক করলাম, সে কি কোনো উত্তর দিয়েছে কিনা, কিন্তু দেখলাম না, সে কোনো উত্তর দেয়নি। সম্ভবত, আমার সেইদিন কলেজ ছিল, তো আমি গেলাম। কিন্তু বারবার চেক করতে লাগলাম, কিন্তু একটু চিন্তা হচ্ছিলো, কী হলো তার? অনেক চিন্তা মাথায় ঘুরে ঘুরে আসছিলো, যেমন: তার কিছু হলো না তো? ফোন কি নষ্ট হয়ে গেলো? ফ্যামিলি থেকে কিছু হলো? আমি কি কিছু করলাম তো? আরও এমন চিন্তা হচ্ছিলো। তখন পর্যন্ত আমি যা ভাবছিলাম এবং যা করছিলাম, সবই কিন্তু মানবিক দিক থেকে তখন পর্যন্ত তার সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। পরের দিনও দেখলাম, কোনো খোঁজ-খবর নেই তার। তো আমি আমার বন্ধুকে বললাম ওর কথা, কারণ ও আবার ওর মতো একই কোচিংয়ে পড়ে। তাই ওর কাছে জিজ্ঞেস করলাম, ও আমায় জানাবে। তো তার ১-২ দিন পর, ও আমায় বললো যে, হ্যা, "চুমকি" নামের একটা মেয়ে কোচিংয়ে আসে, এবং সে নাকি আসছিলো কোচিংয়ে। তো আমি শুনে একটু খুশি হলাম, তার পর, আমার রাগ হলো, একটা মানুষ এমনভাবে কেন চলে যাবে?

তারপর পরবর্তী ক্লাসে আমি গেলাম কোচিংয়ে, কিন্তু যেহেতু আগে কখনো তাকে দেখিনি, তাই তাকে চিনতে পারলাম না। যাই হোক, সেদিনও তার কোনো খোঁজ পেলাম না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফোনটা নিলাম এবং দেখলাম, সে মেসেজ পাঠিয়েছে। আমি তো এত অবাক হলাম, কী আর বলবো? তার পর তার সঙ্গে কথা বললাম এবং জিজ্ঞেস করলাম, কেন এত দিন অনলাইনে আসেনি। সে আমায় বললো, তার ভাই নাকি তার ফোন চেক করতে চেয়েছিলো, তাই সে সব ডিলিট করে দিয়েছিলো। যেটা আমি ভেবেছিলাম, ঠিক সেটাই হয়েছে। তবে এখানে আমার একটা কল্পনা ছিল, তা হলো, আমি ভাবছিলাম, যদি তার সঙ্গে সরাসরি দেখা হতো, তবে তাকে একটু বোকা দিতাম এবং শাস্তি দিতাম যদি সে নিজের ইচ্ছায় অনলাইনে না আসতো। তো যাই হোক, তা আর হলো না। এইভাবে একটা মানুষকে হারিয়ে আবার ফিরে পেলাম।