I Love

You

Chumky

ILoveYouChumky.INFO

Email:farhanrahman1704@gmail.com

Helping each other as like Buddies

shape
shape
project

তার ফিরে আসার পরে সে আমাকে প্রতিজ্ঞা করলো আর কখনো না চলে যাবে। তবে এর মাঝে একটা ঘটনা ঘটে একদিন, তার যে বেস্ট ফ্রেন্ড আছে, সে নাকি তাকে রেখে চলে যেতে চাচ্ছে। মানে, তার বেস্ট ফ্রেন্ড মনে করে, ওই মেয়ে তার থেকে ভালো ফ্রেন্ড ডিজার্ভ করে, তাই সে তাকে ছেড়ে দিতে চাচ্ছে। আমার কথা হলো, যদি তোমার ফ্রেন্ড তোমার সঙ্গে ভুল কিছু না করে থাকে, তবে এখানে ডিজার্ভ আসলো কোত্থেকে? তার পর আমি তাকে শান্তনা দিলাম, কিন্তু তখন আমি ওকে এসব বলিনি। পরে আমি তার কথা সব শুনলাম এবং বললাম, "তোমার বেস্টফ্রেন্ড হয়তো তোমাকে ভালোবাসে," কিন্তু সে তখন এটা অকপটে স্বীকার করলো। তবে যাই হোক, আমি তাকে বিশ্বাস করাতে পারলাম না। এক পর্যায়ে সে বললো, "আমি ওকে ভুলে যেতে চাই।" আমাকে বললো, "আমি কি ওকে ব্লক করে দিবো?" আমি বললাম, "না, ব্লক করার কী দরকার? তুমি এমন কিছু করো, যাতে তার কথা আর মনে না পড়ে।" তখন সে আমাকে বললো, "তবে আমি ওকে রেস্ট্রিক্টেড করে দিই, যাতে আর ও আমাকে অনলাইনে দেখতে না পারে।" আমি বললাম, "ওকে তাই করো।" এরপর কিছুক্ষণ পর সে আবার মেসেজ দিয়ে আগের মতোই বার বার বলছিলো। আমার মাথা প্রচুর গরম হচ্ছিলো। তবে আমি তাকে বুঝতে দিলাম না, এবং বললাম, "যাই লিখুক, তুমি তার পজিটিভ উত্তর দাও এবং মেসেজের সাথে লাগলে দেখিও না।" এরপর সব কিছু শান্ত হয়ে গেলো। সে আমাকে বললো, "আপনার সঙ্গে কথা বলে আমি অনেক শান্তি পাই, আপনি অনেক ভালো মনের মানুষ।" আমি তার উত্তর দিলাম, "ধন্যবাদ, তুমি আমাকে শান্তনা দিয়েছো, আমারও ভালো লাগছে।"

এর পর আবার সব কিছু নরমাল হয়ে গেলো। একদিন, আমার মন খুব খারাপ ছিলো, তখন সে আমাকে বললো, "আমার সঙ্গে শেয়ার করো।" তখন আমি আমার ৬ বছর আগের একটি পছন্দের মানুষের কথা শেয়ার করলাম, এবং সেই বছর আমি কতো কষ্ট পেয়েছিলাম, সেটা বললাম। তার পর সে আমাকে শান্তনা দিলো, এবং বললো, "তোমার তো কোনো ভুল ছিল না, তুমি তাকে ভালোবেসেছো, কিন্তু সে তার রূপের গরমে ভাব দেখতে।" ওহ আমি তো গল্পের এতো দূরে এসেও নিজের সম্পর্কে কিছু বললাম না , আমি ফারহান, এবং আমি খুবই মনদুর্বল, আমার কিছু পাস্ট আছে, আমি একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বেলং করি, এবং আমি খুবই ইমোশনাল একটা ছেলে।" তাকে যখন সেই ভালোবাসার কথা জানালাম, সে আমার অনুভূতি জানলো, এবং আমাকে অনেক শান্তনা দিলো। এরপর আমি তার সাথে সম্পর্কের বিষয়ে প্রতিনিয়ত মুগ্ধ হতে থাকলাম।

একদিন সে আমাকে বললো, তার বেস্টফ্রেন্ড আবার তাকে মেসেজে দিয়েছে এবং এমন কিছু কথা বলছিলো, আমার মাথা পুরো গরম হয়ে গেলো। তবে আমি বুঝতে দিলাম না, সত্যি বলতে, আমার মনে হচ্ছিলো, তার ফ্রেন্ড তার কাটা ঘায়ে লবণের চিড়া দিচ্ছিলো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, "যদি তার চলে যাওয়ারই হয়, তবে সে কেন বার বার ফিরে আসে?" আমি জানতাম, সে আবার আসবে, কিন্তু তাকে বললাম না, কারণ তখন সে তার উপর ক্ষুব্ধ হয়ে যেত। তবে আমি চাইতাম তাদের সম্পর্ক ঠিক হয়ে যাক। কিন্তু সে কেন যেন এমন করলো। যাই হোক, আমি আবার তাকে শান্তনা দিলাম।

মেয়েটি এতই ইমোশনাল যে, তার সঙ্গে এমন কথা বললেই সে কেঁদে যায়। আমি তাকে বুঝালাম, "তুমি যদি তাকে ভালোই না বাসো, তবে কেন তার সঙ্গে আবার কথা বলতে যাবে?" তার বেস্টফ্রেন্ড যদি এমন কাজ করে, তবে তার পাশে থাকা উচিত। তবে, তোমার তো সে বেস্টফ্রেন্ড, ও কেমন ফ্রেন্ড যে তোমাকে ছেড়ে চলে যায়! কিন্তু পরে তাকে অনেক কষ্টে বুঝালাম, হয়তো সে বুঝেছে।

এভাবেই আমরা একে অপরের কষ্ট মিটিয়ে চললাম।